বিদায় নিলেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।।

0
27

মোঃসাহেদ রানা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রসাশনের আয়োজনে,সোমবার (২২ সেপ্টেম্বর ) সকালে উপজেলা সভাকক্ষে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃরেজাউল করিম এর বিদেশে উচ্চতর মাস্টার ডিগ্রি অর্জন সংক্রান্ত বদলীর জন্য বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃসারোয়ার সালাম, উপজেলা কৃষি অফিসার ও কৃষি বিদ মোঃ নুরুল ইসলাম,প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব এনামুল হক,হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস,হাতিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদারসহ,মুক্তি যুদ্ধা, সাংবাদিক,শিক্ষক,স্কাউট ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীগণ।

এ সময় অনেক অতিথি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। হাতিয়া উপজেলায় নিয়োগের পর থেকে নির্বাহী অফিসার মোঃরেজাউল করিম এর কর্মজীবনী নিয়ে অতিথিরা আলোচনা করে।এই বিদায় লগ্নে তার বিদেশে প্রশিক্ষণ কালে সুস্থ ও সুন্দর ভাবে ডিগ্রি অর্জন করতে পারে এমন প্রত্যাশা করেন সকলে। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মোঃরেজাউল করিম এর বিদায় মুহূর্তে অনেকে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
বিদায়ী এই অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসারকে বিভিন্ন সেক্টর থেকে ক্রেস্ট প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here