বিজিবির অভিযানে টেকনাফের হ্নীলা এলাকা থেকে প্রায় ৬০,০০,০০০ টাকার ইয়াবা উদ্ধার।।

0
17

মোসাঃরুবিনা জামান

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে টেকনাফের হ্নীলা এলাকা থেকে ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা মূল্যমানের ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

রবিবার (১৮ অক্টোবর ) দিবাগত রাতে বিজিবি’র কক্সবাজার রিজিয়নের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবি) এর হ্নীলা বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ উপজেলাধীন হ্নীলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পার্শ্বে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ১ টার দিকে হ্নীলা বিওপি’র বিশেষ টহল দলটি দ্রুত বিদ্যালয় সংলগ্ন রাস্তার পার্শ্বে গমন করলে ০২ (দুই) জন ব্যক্তিকে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে অবরাং গ্রামের দিক হতে আসতে দেখে সন্দেহ হওয়ায় টহলদল তাদের ধাওয়া করে। বিজিবি’র টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই উল্লেখিত ব্যক্তিরা তাদের নিকট থাকা প্লাষ্টিকের ব্যাগটি ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের ভিতর দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে পৌঁছে ইয়াবা কারবারীদের ফেলে যাওয়া ব্যাগ দুটি উদ্ধার করে।উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা মূল্যমানের ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে ইয়াবা কারবারীদের আটকের জন‍্য রাত প্রায় ৪ ঘটিকা  পযর্ন্ত আশপাশের এলাকা গুলোতে তল্লাশী অভিযান পরিচালনা করে।তবে এসময় কোন ইয়াবা কারবারীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে কাউকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। ইয়াবা কারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়ন কর্তৃক সকল ধরণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়। উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ করে পরবর্তীতে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here