বিকল্প_বিবর্ণ!

0
34

বিকল্প_বিবর্ণ

#ইলোরা_সোমা

মন জুড়ে কত আশা
কিছু গল্প রয়ে যায় বাকি,
সবকিছু শুধুই সময়ের দাবি
আড়ালে আবছা অন্ধকারে
শূণ্যতার বরণডালায় সাজুয়ে রাখা।

সবাই তো তোমার জন্য
প্রবেশদ্বারের শেষ কিনারে
এসে আজও তুমি বলোনি রয়ে গেছে
নীল খামে ভগ্নতার স্তূপে আছে।

তুমি আজও বলোনি
কিছু প্রশ্ন উত্তর খোঁজে যা,
বাস্তবের কঠিন মৃত্তিকায় ঘর
একাকীত্বের মোমের ঘরে
আজ অনুভূতির বর্ণাঢ্য মিছিলে।

বিশ্বাসের নিবিড় ছায়াপথে
জীনব যুদ্ধে হবে পরাজয়,
চোরাবালিতে সাজায় বাসর
ঠিকানা হারায় অচিন পাখি।

আজই রাতের বুকে বৃষ্টি ঝড়ে
দগ্ধ মনের ভাঙন ছুঁয়ে যায়,
স্মৃতির কোলে রোদ লাগিয়ে লয়
অঙ্গীকারের বিবর্ণ পৃষ্ঠায় আমি।

দূরের মানুষের আঘাতে আজ
হৃদয়কে স্পর্শ করে কম আহা,
কিন্তু কাছের মানুষের মনকে
আঘাত হৃদয়কে চূর্ণবিচূর্ণ করে।

আজ বেড়ানোর জন্য করি চিন্তা
তুমি কখনও বলোনি সময় নেই,
আসলে প্রতিশোধ নেয়ার চেয়ে
পথ বদলে ফেলা ভালো তুমিও জানো।

স্বার্থপর বন্ধুর সাথে চলার চেয়ে
একা একা পথচলা ভালো শত গুনে ভালো,
আজ আমি পথ বদলেছি কাল
হয়তো থাকবেনা কোন অস্তিত্ব
এটাই হো তোমার আমার বিবর্ণ ভাবনা।