বিএসএফের গুলিতে রৌমারী সীমান্তে ভারতীয় চোরাকারবারির সদস্য নিহত।।

0
148

 

 

শাহরিয়ার নাজিম, কুড়িগ্রাম, রৌমারী।।

 

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে সবুর মিয়া (৩১) নামে এক ভারতীয় গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন এ ঘটনা ঘটে।

 

নিহত যুবক ভারতের আসাম রাজ্যের সিংগীমারী জেলার সুক্তোর থানার শান্তিপুর গ্রামের মৃত মনসুর ভূঁইয়ার পুত্র।

 

এই ঘটনায় দাঁতভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী শামসুল হক জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকা দিয়ে ভারতে যাচ্ছিল।এ সময় জিরো লাইনে কাঁটাতারের পাশেই বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালায়।পড়ে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে এই যুবক নিহত হয়।

 

বেশ কিছুক্ষণ সময় লাশ পড়ে থাকার পর সকাল সাড়ে দশটার দিকে বিএসএফ সদস্যরা লাশটি নিয়ে যায়।

 

ঘটনায় এলাকাবাসী জানান ভারতীয় ওই নাগরিক নদীপথে গরু নিয়ে বাংলাদেশে আসেন।গরু বিক্রি করে আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১০৫৩ এর নিকট দিয়ে ভারতে যাওয়ার সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার উপর গুলি চালায়।

 

৩৫ বিজিবি রৌমারী দাঁতভাঙ্গা বিওপি কোম্পানি কমান্ডার মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত  করেন।

এ ব্যাপারে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আজাদ সত্যতা নিশ্চিত করে জানান নিহত ওই যুবক একজন ভারতীয় নাগরিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here