বাল্য বিবাহের অভিযোগে কাজী সহ বরকে আটক।

0
91

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি।

 

 ঠাকুরগাঁয়ের সদর উপজেলার সালন্দর ইউনিয়নে একটি বাল্যবিবাহ দেয়ার সময় কাজীকে এবং বরকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দিবাগত  রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

 

এ সময় বরকে ৬ মাসের কারাদণ্ড ও কাজী কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজার আদেশ দেন এই নিবার্হী কর্মকর্তা।

 

 

দণ্ডপ্রাপ্ত কাজী সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদরাসাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল আজিজ (৩৮)।এবং দণ্ডপ্রাপ্ত বর  একই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আলামিন (২১)।

 

 

এ সময় নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাংলার রূপ news24 কে জানান, সালন্দর ইউনিয়নের আরাজি কৃষ্টপুর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে একই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আলামিনের বিয়ের দিনক্ষন ঠিক হয় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।

 

 

এ সময় বর পক্ষ সন্ধ্যায় কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

 

 

পরে এলাকাবাসীর কাছে থেকে খবর পেয়ে,সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল, ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যায়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে  কনে ও তার বাবা-মা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কাজী ও বরকে আটক করা হয়।

 

 

এই ঘটনায় সদর থানার পরিদর্শক (তদন্ত )ওসি  তানভীরুল ইসলাম বাংলার রূপ নিউজ টোয়েন্টিফোর কে জানান ,দণ্ডিতদের ঠাকুরগাঁও জেলে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here