বালিয়াকান্দি হ্যান্ডবল বিজয়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠান।।

0
44

 

 

শারমিন আক্তার শিলা,বালিয়াকান্দী, রাজবাড়ী।।

 

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০১৯-২০২০ এর আওতায় বালিয়াকান্দি উপজেলায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসীর সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।

 

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেন, মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রবিউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লা, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

২-১ গোলে চামটা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে বালিয়াকান্দি সরকারি বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হন। খেলায় উপজেলার ৬টি স্কুল অংশ গ্রহন করে। খেলা শেষে বালিকা খেলোয়ারদের সনদপত্র ও চ্যাম্পিয়ন ও রানার্স আপ দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

 

রাজবাড়ী জেলার বালিযাকান্দিতে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‌্যালী, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে র‌্যালীতে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রবিউল হক, একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

দিবসটি উপলক্ষে বালিয়াকান্দি সরকারি বালিকা বিদ্যালয়ে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here