ইকবাল হোসাইন,বান্দরবান, লামা।।
বান্দরবানের লামা উপজেলার লামা চকরিয়া সড়কের ইয়াংছা মোড়ে জীপ (সর্টবডি) ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ আহত হয়। তাদের ৩ জনের অবস্থা আশংকাজনক ।
এই দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের চকরিয়া হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার সকাল১০টায় এই দুর্ঘটনা ঘটে। এই সময় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।পরে ঘটনাস্থলে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করেন।
এই ঘটনার ব্যাপারে স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তারা বাংলার রূপ news24 কে জানান পাহাড়ি ঢালু সড়কে গাড়ি ব্রেকফেল হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়াও পাহাড়ি সড়কের মোড়ে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এই সময় ট্রাকে থাকা মালামাল ও পন্যসামগ্রী পরে নষ্ট হয়ে যায়।অনেকের মতে ঘন কোয়াশার কারনেও এই দুর্ঘটনা ঘটতে পারে।
এই ঘটনায় লামা থানার এক পুলিশ কর্মকর্তা জানান,আহতদের চিকিৎসার জন্য লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এবং গাড়ি দুটো কে জব্দ করা হয়েছে।তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।