বান্দরবানের আলীকদমে ইয়াবাসহ দুজন আটক।

0
38

 

 

ইকবাল হোসাইন নবীন,বান্দরবান,লামা।।

 

বান্দরবানের আলীকদমে ২৭০ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৫ ডিসেমৃবর) ভাের সাড়ে ৫ টায় উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির সােনাইছড়ি হতে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, আলীকদম উপজেলার আমতলী পাড়ার এলাকার মৃত সুলতান আহাম্মদ এর ছেলে মােঃ ফোরকান (৩৮) ও একই এলাকার ছিদ্দিক আহাম্মদ এর ছেলে মােঃ নুর(৪০)।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভাের সাড়ে ৫ টায় গােপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির ৫নং ওয়ার্ড সােনাইছড়ি এলাকার নাজিম উদিন প্রকাশ কানা নাজিম এর বাড়িতে অভিয়ান চালিয়ে এই সব ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নের্তৃত্ব দেয়, আলীকদম থানার এসআই মােঃ ইমাম হােসেন এবং এসআই আবদুল খালেক। এসময় আটককৃত নুর মােহাম্মদ এ মােঃ ফোরকান এর পকেট থেকে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৪(ক) এর দন্ডণীয় ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here