বানারীপাড়ায় জাল নোটসহ আটক-১।

0
4

রাহাদ সুমন,

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বানারীপাড়ায় জাল নোটসহ সিদ্দিক হাওলাদার (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে উজিরপুর উপজেলার কমলাপুর গ্রামের  বড় বাড়ির মৃত আফতাব হাওলাদারের ছেলে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাখার বাজার থেকে সিদ্দিককে জাল নোটসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৪টি ও ৫০০ টাকার ২টি জাল নোট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জাল টাকা ছাড়াও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আসামীর বিরুদ্ধে এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বানারীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ) ধারায় মামলা দায়ের করেন। ১৩ অক্টোবর সকালে তাবে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here