স্পোর্টস ডেস্ক।
ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে রোববার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল ও নাইজেরিয়ার মুখোমুখি হয়। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যায় ৬টা শুরু হয়। প্রথম অর্ধে ৩৫ মিনিটের মাথায় নাইজেরিয়ার পক্ষে ১0 নাম্বার জার্সি গায়ে গোল করে জুই আরোবি। প্রথম অর্ধে আর কোন গোল না হওয়া ১-০ গোলে এগিয়ে যায় নাইজেরিয়া।
দ্বিতীয় অর্ধের শুরুতে ৪৮ মিনিটের মাথায় কেসিমিরোর গোলে ১-১ সমতা ফিরে ব্রাজিল। ব্রাজিল একের পর এক আক্রমন করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।