বাংলাদেশ জামায়াত আমীর কে ডিবি পুলিশের গ্রেপ্তারের অভিযোগ।

0
10
ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান কে আটকের অভিযোগ করেছে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তার পরিবার। সোমবার (১২ ডিসেম্বর ) দিবাগত রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল তাকে আটক করে নিয়ে যায়।দলের আমীর কে গ্রেফতারের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি দিয়েছেন।

তিনি বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমানকে ( ১২ ডিসেম্বর) সোমবার দিবাগত রাত ১টায় তাঁর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

তবে আটকের অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত করেনি পুলিশ।