রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গতকাল রবিবার ১১ ডিসেম্বর আসামিপক্ষের আইনজীবীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিশেষ জামিন আবেদন করেন। সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানির জন্য দিন ধার্য করেন।পরে শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।
দলটির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য ছাড়াও আরো জামিন আবেদন করা উল্লেখযোগ্য কয়েকজন হলেন যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আঃ ছালাম,দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন এ্যানী, সাবেক এমপি মোঃ ফজলুল হক মিলন, সাবেক এমপি সেলিম রেজা হাবিব।