ঢাকার সাভারে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় তিনি বলেন যতদিন পবিত্র রমজান আছে ততদিন সাভারের এসব দুস্থদের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হবে ।সাভারের বলিয়ারপুরের কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফারসহ আরো অনেকে।