বাংলার রূপ
নিউজ ডেস্কঃ
বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর ২০২১ দিনব্যাপী অনলাইনে ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্যদের ভোটে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ সালাম। মোট ভোটার সংখ্যা ৭২ জন। ৪৯ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন খান। তাঁর নিকটতম প্রার্থী রাশেদিন ইসলাম পেয়েছেন ৯ টি ভোট। ৩৫ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ সালাম। তাঁর নিকটতম প্রার্থী মো: আলামিন পেয়েছেন ১৭ টি ভোট।
এদিকে নব নির্বাচিত সভাপতি -সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল নাগরিক সংসদের কার্যকরী পরিষদের সভাপতি সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হোসাইন খান নাসিম, সহ-সভাপতি মোঃ আলমগীর, সহ-সভাপতি শাহাজুল হক মল্লিক, সহ-সভাপতি রাজিব উদ্দিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সুমন, সহকারী সাধারণ সম্পাদক এম স্বজল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এ কে এম ইউনুছ আলী এবং সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার।