বরিশাল নগরীতে প্রতিপক্ষ রিকশা চালকের হামলায় অটোরিকশা চালক নিহত॥

0
11

মো:মাহবুবুর রহমান মাহাবুব॥

বাংলার রূপ,বরিশাল জেলা ব‌্যুরো।।

বরিশাল নগরীতে প্রতিপক্ষ রিকশা চালকের হামলায় মোঃ জাকির গাজী নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহতের বাড়ি জেলার বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায়।

শুক্রবার (০৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার বিচার দাবি করেছেন নিহত জাকির গাজীর স্বজনরা। এদিকে পুলিশ বলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

এ ব‌্যাপারে নিহতের স্বজন আমির হোসেন জানায়, সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় জাকির। নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অটোরিকশায় যাত্রী উঠানো নিয়ে অপর এক অটোরিক্সা চালকের সাথে ঝগড়া হয়। এর এক পর্যায়ে ওই অটোরিকশা চালক ও তার সহযোগীরা জাকিরকে মারধর করে। এই খবর পেয়ে স্বজনরা নথুল্লাবাদ থেকে জাকিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তবে পূর্ব বিরোধের জের ধরে এই মারধরের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশ ও স্বজনদের। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজনরা।

এদিকে এই ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) আবুল কালাম আজাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here