বরিশালে মসজিদের ইমামের কবজি ও তিন আঙুল কেটে নিলো যুবক।

0
7

খোকন হাওলাদার,

বরিশাল প্রতিনিধিঃ


বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মো. ইয়াকুব আলী (৩৮) নামে মসজিদের এক ইমামকে রামদা দিয়ে কোপানো হয়েছে। এতে ওই ব্যক্তির বাম হাতের কবজি ও ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে হামলাকারী যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের ইসলামপুর এলাকার বাইতুর নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমাম ইউনিয়নের জাহাঁপুর গ্রামের আজহার আলীর ছেলে। অন্যদিকে হামলাকারী বাবুল মাঝি (২৮) একই ইউনিয়নের ইসলামপুর এলাকার ফরিদ মাঝির ছেলে। পেশায় তিনি গাড়িচালক।

স্থানীয়রা জানান, কদিন আগে বাবুল মাঝি ইমাম সাহেবের কাছে রাতে মসজিদে থাকার অনুমতি চান। কিন্তু মসজিদ কমিটি অনুমতি না দেওয়ায় তা বাবুল মাঝিকে জানালে তিনি ক্ষিপ্ত হন। এরই জেরে শুক্রবার রাত ৮টার দিকে মসজিদের সামনে রামদা নিয়ে ইমামের ওপর হামলা চালান তিনি। রামদার কোপে বাম হাতের কবজি ও ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় ইমামের। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন।

রাতেই বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মসজিদের ইমাম মাওলানা মো. ইয়াকুব আলীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি জন্য রাতেই তাকে নেওয়া হচ্ছে। হামলাকারী যুবক আটক হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মাহবুবুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here