বরিশালে বিএনএস ফাউন্ডেশনের কমিউনিটি ক্লিনিক উদ্বোধন।

0
10

মোঃ ফোরকান হোসেন

নিজস্ব প্রতিনিধিঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় বিএনএস ফাউন্ডেশনের কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মাধবপাশা ইউনিয়নের লাফাদী গ্রামে আক্কেল আলী শিকদার-রাহেলা খাতুন কমিউনিটি ক্লিনিক উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনএস ফাউন্ডেশন বাংলাদেশ। অপূর্ব কুমার ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদ এর সভাপতি ও বিএনএস ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন হাওলাদার, ক্লিনিকের উপদেষ্টা মোঃ শাহাজাহান শিকদার, বরিশাল নাগরিক সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, বিএনএস ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) মিরাজুল ইসলাম সুমন, পরিচালক(সমাজসেবা) সাব্বির হোসেন, পরিচালক(লিগ্যাল এইড) এ কে এম ইউনুছ আলী, উপপরিচালক (স্বাস্থ্য) জাহাঙ্গীর আলম হাওলাদার।

সভা শেষে বিএনএসএফ আক্কেল আলী শিকদার -রাহেলা খাতুন কমিউনিটি ক্লিনিকের দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করেন বিএনএস ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here