খোকন হাওলাদার,
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় দূতাবাসের এসিস্ট্যান্ট হাই কমিশনার রাজেশ কুমার রায়না।
বুধবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় নগরীর রামকৃষ্ণ মিশনের আসেন তিনি। এর আগে স্বস্ত্রীক রায়না খুলনা থেকে বরিশালে এসে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাঙ্গালির চিরায়ত সংস্কৃতি বাংলাদেশের মানুষ দারুণভাবে উদযাপন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শ্লোগান দেয়, “ধর্ম যার যার উৎসব সবার” তা সত্যি ই অনবদ্য। এ সময় তার সাথে পূজা উদযাপন কমিটি ও ধর্মীয় নেতাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।