বরিশালের হিজলায় অবৈধভাবে প্রধান সড়ক দখল করে অবাধে চলছে সওয়ামিল ব‍্যাবসা।।

0
41

 

মোঃফোরকান হোসেন।

হিজলা-মুলাদি প্রতিনিধি।।

 

বরিশালের হিজলায় অবৈধভাবে প্রধান সড়ক দখল করে কিছু অসাধু ব্যবসায়ীর অবাধে চালিয়ে যাচ্ছে সওয়ামিল ব্যবসা। এর ফলে যানবাহন ও মানুষের পথচলার প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এমনকি প্রতিদিন  ঘটছে কোন না কোন দুর্ঘটনাও। কিন্তু অবৈধ দখলদারদের উচ্ছেদে উদ্যোগ নেই স্থানিও প্রশাসন সহ কোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, হিজলা উপজেলার মাউনতলা সংলগ্ন প্রধান সড়কের বিশ ফুট দুরত্ব পাশাপাশি দুটি সওয়ামিল রয়েছে। সড়কের দু’পাশে বড় বড় গাছের গুড়ি ফেলে দখল করে রাখায় যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে।এমনকি সড়কের পাশ দিয়ে কোন পথচারী কিংবা স্কুল-কলেজ বা মাদরাসার ছাত্র-ছাত্রী চলাচল করতে পারছে না।

এ ব‍্যপারে আল আমিন নামের এক পথচারী বলেন, ‘রাস্তার দু’পাশে গাছের গুড়ি ফেলে রাখার কারনে প্রতিদিন এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা।

 

মাউনতলা মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক সাংবাদিকদের বলেন , ‘আমাদের বিদ্যালয়ের দু’শতাধিক ছাত্র-ছাত্রী এ সড়ক দিয়ে আসা যাওয়া  করে। আর এই স্থানটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়শই তারা নানা দুর্ঘটনার শিকার হচ্ছে।

এ সড়ক দিয়ে প্রসাশনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বা ব্যক্তিরা চলাচল করলেও রহস্যজনক কারনে তারা নিরব ভূমিকা পালন করছে।

 

স্থানীয় অভিযুক্ত মোল্লা সওয়ামিলের মালিক আলাউদ্দিনের নিকট রাস্তা দখল করে ব্যবসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘গাছের মালিকরা এভাবে রাস্তার উপর গাছ রেখে চলে যায় । এখানে আমাদের কিছু করার নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here