বরিশালের বানরীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত৫

0
50

বানরিপাড়া প্রতিনিধি।

 

বরিশালের বানরিপাড়ায় একটি যাত্রীবাহি মাহেন্দ্রের ধাক্কায় এক প্রতিবন্ধি নারী(৫৫) নিহত ও ৫ জন আহত হয়েছেন।নিহত প্রতিবন্ধি অঞ্জাতনামা তার কোন পরিচয় পাওয়া যায়নি।আজ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

প্রতক্ষদর্শীরা জানান মাগরিবের নামাজের পরে একটি মাহেন্দ্র বরিশাল থেকে যাত্রী নিয়ে বানরিপাড়ার দিকে যাচ্ছিল এই সময় বৃষ্টি হচ্ছিলো।হঠাৎ প্রতিবন্ধী নারীটি রাস্তা পাড় হতে গেলে মাহেন্দ্রটির সাথে ধাক্কা লেগে ছিটকে পরে।এ সময় মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়।খবর পেয়ে বানরিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং পুলিশ ও এলাকাবাসীরা আহতদের বানরিপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সামস-ই জাহান সনিয়া প্রতিবন্ধী নারীকে মৃত্যু বলে ঘোষণা করেন,বাকী ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেন।

 

বানরিপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃখলিলুর রহমান জানান গাড়িটি আটক করা হয়েছে,নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।এই ঘটনার আইন গত ব্যবস্থা নেয়া হবে।

রিপোটার। মোঃশাহাদাত হোসেন

বাংলার রুপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here