বরিশালের বাকেরগঞ্জে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার।

0
45

মোঃ ফোরকান হোসেন ,বরিশাল।

 

র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব )এর একটি দল বরিশালের বাকেরগঞ্জ থেকে এক চর্ম যৌন বিশেষজ্ঞ ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছেন।মঙ্গলবার বেলা দশটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারকৃত ঐ ভুয়া চিকিৎসকের নাম মোঃ রফিকুল ইসলাম (৩৮), তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার, রাংতা গ্রামে।র‍্যাবের পক্ষ থেকে জানা যায় রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জের সিনেমা হল মার্কেটে চেম্বার সাজিয়ে চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।এছাড়া তিনি গত দুই মাস ধরে ওই মার্কেটে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রায় দুই থেকে আড়াইশত মহিলাদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দিয়ে আসছিলেন।

র‍্যাপিড একশন ব্যাটালিয়ান (র‍্যাব )৮ এর অধিনায়ক খালেদ মাহমুদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকালে এই ভুয়া ডাক্তার রফিকুল ইসলামকে গ্রেফতার করি।এসময় তার কাছে ডাক্তারি সনদ দেখতে চাইলে সে আমাদের সনদ দেখাতে ব্যর্থ হয়।পরে জিজ্ঞাসাবাদ করায় সে ভুয়া ডাক্তার হওয়ার কথা স্বীকার করেন।এর পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ লক্ষ টাকা জরিমানা করা হয় ,অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়ার আদেশ  দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here