বরগুনায় আগুনে পুড়ে গেছে করোনা ভ্যাকসিন রাখার দুটি ডিপ ফ্রিজ।

0
14

মোঃ অপু মিয়া

বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার সিভিল সার্জনের কার্যালয়ে আগুনে পুড়ে গেছে করোনা ভ্যাকসিন সংরক্ষণে রাখার দুটি ফ্রিজ।
আজ শুক্রবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টায় কার্যালয়ের নতুন ভবনে এ আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে হঠাৎই সিভিল সার্জন কার্যালয়ের একটি কক্ষে আগুন দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ওই ঘরের ভ্যাকসিন সংরক্ষণের দুটি ডিপ ফ্রিজ পুড়ে গেছে।
তবে ফ্রিজে কোন করোনার টিকা ছিলো না বলে নিশ্চিত করেছে অফিস কর্তৃপক্ষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বরগুনা সিভিল সার্জন ডা:মারিয়া হাসান বাংলার রূপ কে বলেন, করোনা ভাইরাসের টিকা সংরক্ষণের জন্য রাখা দুটি ডিপ ফ্রিজ আগুনে পুড়ে গেছে। তবে এ ফ্রিজ দুটিতে কোনো টিকা ছিল না। ক্ষয় ক্ষতির পরিমাণ এখনও বের করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here