আব্দুস সালাম (জয়),ঝিনাইদহ, কালীগঞ্জ ।।
ব্যাপক উৎসব আমেজের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম দিনে কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় শহরের নলডাঙ্গা ভুশন শিশু একাডেমিতে বই বিতরন উৎসবে যোগ দেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। তিনি শিশু ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আজ বছরের প্রথম দিনেই দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। দেশনেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে। আওয়ামীলীগ সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে।
তিনি আরো বলেন, আগামীতে বই এর পরিবর্তে প্রতিটি শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হবে। এতে শিক্ষার মান বৃদ্ধিসহ সমগ্র বিশ্ব আসবে শিক্ষার্থীদের হাতের মুঠোয়। সরকারের স্বপ্ন পুরন হবে ডিজিটাল বাংলাদেশের।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক শাহী আলম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, পরিচালনা পর্ষদের সদস্য সূবর্ণ সাহা ও হারুনুর রশিদ সহ বিদ্যালয়ের অন্নান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এরপর এম পি আনোয়ারুল আজিম আনার অত্র বিদ্যালয় সংলগ্ন সরকারী নলডাঙ্গা ভুশন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরন করেন। এ সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অত্র বিদ্যালয়ে বই বিতরন করতে আসেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা।এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণে অংশ নেন।