স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানিয়েছেন আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টার দিকে ডিইপিজেড মহাসড়কের পাশে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম কামরুজ্জামান,ইন্সপেক্টর (তদন্ত) মুমিনুল ইসলাম,উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক, (এসআই) ফরহাদ বিন করীম, (এসআই) মাসুদ আল মামুনসহ কর্মকর্তাগণ।