আরিফুল হক তারেক
মুলাদী (বরিশাল) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং জাতির পিতার যথাযথ সম্মান রক্ষার প্রত্যয়ে মানববন্ধন করেছেন মুলাদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আফসার উদ্দীন, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্যাদা, শিক্ষক নেতা এসএম কামাল পাশা, প্রধান শিক্ষক আব্দুল মালেক, প্রধান শিক্ষক মহিদুল আলম পাইক, প্রধান শিক্ষক মো. সোহেল পারভেজ, প্রধান শিক্ষক কানিজ ফাতেমা বিথী, প্রধান শিক্ষক মাহবুব আলম, প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, প্রধান শিক্ষক মো. নূরুজ্জামান আনসারী, প্রধান শিক্ষক মো. কেনান সরদার, প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন, সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দীন, সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম মাসুম, ইমাম হোসেন তরুন, সহ উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল দল ও মতের উর্ধ্বে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তারা দেশ ও জাতির শত্রু। ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।