আব্দুস সালাম (জয়)
ঝিনাইদহ কালীগঞ্জ :
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে ডাক্তারদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর ) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ জেলায় কর্মরত চিকিৎসকরা অংশ নেয়।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা: মুন্সী রেজা সেকেন্দার,সহ স্বাচিপ এর স্থানীয় অন্যান্য নেতারা,তারা এসময় এই ঘটনার নিন্দা জানিয়ে তিব্র প্রতিবাদ করেন।