সাভার ঢাকা থেকেঃ মোঃ সিরাজুল ইসলাম “ বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হচ্ছে। সবাই বলেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু আমি বলবো শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
শুক্রবার (২২ জুলাই) বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ধামরাই উপজেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে ধামরাই উপজেলার দুই কৃতি সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম ও গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের জন্য এটা গৌরবের বিষয় যে, একই এলাকার একই স্কুলের দুইজন একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশসেরা দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। তাদের সম্মাননা জানানোর উদ্যোগ প্রশংসনীয়। ধামরাইয়ের দুইজন সন্তানকে দুটি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান ও ৪৮ ব্যাচের শিক্ষার্থী রনি ঘোষের যৌথ সঞ্চালনায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদের ডিন এবং বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অজিত কুমার মজুমদার। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন ও আশীষ কুমার মজুমদারসহ ধামরাই উপজেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। একই উপজেলায় বেড়ে উঠা এই দুই কীর্তিমান শিক্ষকের দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসীন হওয়াকে গর্বের বলে মনে করছেন ধামরাইবাসী। তাদের মেধা ও মনশীলতা দেশবাসীর জন্য অনুসরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন বক্তারা