বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়ী দখলের পাঁয়তারা:থানায় অভিযোগ।

0
26
এ জেড হীরা
শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকলেও বগুড়ার শেরপুরে জোরপূর্বক সাংবাদিক প্রবীর মোহন্তের বসতবাড়ী দখলের পাঁয়তারা  করছে প্রতিপক্ষরা । এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক ।
 গত ২৬ জুলাই (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর পৌর শহরের কলেজ রোড(সরদারপাড়া) এলাকায় ঘটেছে এ ঘটনাটি ।
থানায় অভিযোগের সুত্রে জানা যায়, উপজেলার পৌরশহরের কলেজ রোড(সরদারপাড়া) এলাকার গৌর চন্দ্র মোহন্তের ছেলে সাংবাদিক প্রবীর মোহন্তের সাথে একই শহরের মৃত মাখন লাল দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস ও সুবল চন্দ্র দাসের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে শেরপুর মৌজার খতিয়ান ৩৪৯,৩৫০ দাগের সাড়ে ১৮ শতাংশ পৈত্রিক  সম্পত্তির ওয়ারিশয়ানা শর্ত মানতে রাজী হয়নি প্রতিপক্ষরা। এর প্রেক্ষিতে সাংবাদিক প্রবীর মোহন্তের পিতা গৌর চন্দ্র মোহন্ত বিজ্ঞ আদালতে একটি  বন্টননামা মামলা দায়ের করেন । যার নং ১৫৬/২০।
এদিকে মামলার আদেশ বাস্তবায়ন  না হতেই   আগে ভাগেই  দখল মিশনে নেমে পড়ে।  অপদখল মিশনের ধারাবাহিকতা মোতাবেক  গত ২৬ জুলাই রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষরা জোরপূর্বক সাংবাদিক প্রবীর মোহন্তের বাড়ীর অংশ দখলের চেষ্টা করে। বাড়ী দখল করতে প্রতিপক্ষ সুবল দাসের ছেলে শোভন চন্দ্র দাসের নেতৃত্বে অজ্ঞাতনামা ৪/৫জনের একদল সশস্ত্র  বাহিনী লাঠিশোটা হাতে নিয়ে বাড়ীর সম্পত্তি দখল করতে যায় এবং  তারা  ওইস্থানে সিমেন্টের খুটি, বালি ল্যাট্টিনের রিং স্লাব সহ নানা  সামগ্রী ফেলে রাখে।
এসময় প্রতিপক্ষরা ভূক্তভোগী সাংবাদিক পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকীও দেয় বলে  গনমাধ‍্যমকে জানিয়েছেন ভূক্তভোগী সাংবাদিক প্রবীর মোহন্ত।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here