বগুড়ার শেরপুরে মুর্তি ভাঙচুরে ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

0
9
জেড হীরাঃ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পাশে তৈরী করা  মন্দিরে থাকা কালীমূর্তিটি ভাংচুর হওয়ায় খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।  এদিকে  মুর্তি ভাংচুরে ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশের  কর্মকর্তা  সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
গত সোমবার(৯ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের চন্ডিজান হিন্দুপাড়া এলাকায় করতোয়া নদীর তীরবর্তী স্থানে তৈরী মন্দিরের মূর্তিটি ভাঙচুর করে চলে যায় দূর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলা ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, ব্রিটিশ আমল থেকে চন্ডিজান গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন কালীপূজা করে আসছিল। হঠাৎ করেই গত সোমবার(৯ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দির ও কালীমূর্তি ভাংচুর করে এবং ভাঙ্গা মূর্তিটি জনৈক রিপন কুমার দাসের বাড়ির গেটের সামনে রেখে চলে যায়।
পরদিন ১০ আগস্ট মঙ্গলবার সকালের দিকে রিপন ঘর থেকে বের হওয়ার সময় ভাঙ্গা মূর্তিটি দেখে চিৎকার করেন। এসময় তাদের কালি মন্দিরে গিয়ে মুর্তির ভাঙার অবশিষ্ট অংশগুলো দেখতে পায় এলাকাবাসী। এ ঘটনার প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশকে খবর দেন স্হানীয়রা।
খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) ফয়সাল মাহমুদ, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম শহিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান দবির উদ্দিনসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ওই গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শেরপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা এ ঘৃণ্যতম ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন জানান, এর আগে এই গ্রামে কখনো মূর্তি ভাঙ্গার মতো ঘটনা ঘটেনি। তবে যারাই হেন কাজটি করেছে, তারা সমাজ ও জাতির শক্রবলেও মন্তব্য  করেন এই ইউপি চেয়ারম্যান।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, মূর্তি ভাংচুরের খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্যারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তবে অচিরেই এ ঘৃণ্যতম চক্রান্তকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এ প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. ময়নুল ইসলাম গনমাধ্যমকে  জানান, এঘটনার  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here