এ জেড হীরাঃ
শেরপুর(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনকের সহর্ধর্মীনি বঙ্গজননী বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও গ্রামীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার ৮ আগস্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবরিনা শারমিন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, সহ-সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু , শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকবুল হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রায়হান পিএএ, শেরপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল প্রমুখ । অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের মাধ্যমে গ্রামীন জনপদের কর্মহীন ৯ জন নারীকে ১ করে মোট ৯টি সেলাই মেশিন প্রদান করা হয় বলে গনমাধ্যমকে কে জানান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর পাল ।