এজেড হীরা
শেরপুর ( বগুড়া ) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে শেষ প্রান্তের নির্বাচনী প্রচারণার আমেজ চলছে বেশ জোরে সোরে । বিভিন্ন ইউনিয়নে জমাজমাট প্রচারণার মাঠে উপজেলার কুসুম্বী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন মামা এবং ভাগ্নে। ঐ ইউনিয়নে বিএনপির শীর্ষ স্থানীয় নেতার ছোট ভাই খিকিন্দা গ্রামের বর্তমান চেয়ারম্যান শাহ আলম পান্না স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন মোটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচনে। অপর দিকে চেয়ারম্যানের ভাগ্নে একই ইউনিনের ধাওয়াপাড়া গ্রামের নিসির উদ্দিনের সন্তান মোঃ আব্দুল মোমিন প্রথম বারের মতো নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে জনগনের কাঙ্খিত সেবা পুরুনের প্রত্যাশা নিয়ে মামার বিরোদ্ধে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। তিনি আনারস প্রতিক নিয়ে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন লোকালয়ের মাঠ প্রান্তর সহ ভোটারদের কাছে।
অপর দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের ৯ ওয়ার্ডের নির্বাচনে একই পিতার সন্তান দুই সহোদর সাধারণ মেম্বর পদে একে অপরের বিরোদ্ধে নির্বাচনে অংশ হৈচৈ ফেলেছেন। দুই ভাইয়ের নির্বাচনে অংশ নেয়াকে কেন্দ্র করে তার পরিবারের মধ্যে চলছে দ্বিধাদন্দের দোলাচালে। তাদের এক সাথে নির্বাচনে পারিবারিক ভাবে নিষেধ করা হলেও কেউ শুনেনি কোন কথা এমনটায় খবর পায়া যায় ঐ পরিবারের সুত্র থেকে। জানা যায় আসন্ন নির্বাচনে সুঘাট ইউনিয়নের ৯ ওয়ার্ডে মেম্বর পদে নির্বাচনে লড়ছেন মধ্যভাগ গ্রামের শমসের আলী আকন্দের দুই সন্তান বড় ভাই শহিদুল ইসলাম মোরগ প্রতিক আর আপন ছোট ভাই সিলিং ফ্যান প্রতিক নিয়ে পুরোদমে প্রতিযোগিতায় নেমেছেন নির্বাচনের মাঠে। আর তিন পরেই অনুষ্ঠিত হবে শেরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে মামা ভাগ্নে আর দুই ভাইয়ের ভোটের লড়াইয়ে সংশ্লিষ্ট এলাকায় জনগন সহ ভোটারদের মধ্যে চলছে তাদের নিয়ে চাঞ্চল্যকর খবর।