বগুড়ার শেরপুরে অভিনব কায়দায় ট্রাক ছিনতাই।

0
28

এ জেড হীরা

শেরপুর(বগুড়া)প্রতিনিধি:

ভাড়া নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্য অভিনব কায়দায় ট্রাক ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। ঘটনাটি গত ১৯ জুলাই বগুড়ার শেরপুরের আড়ংশাইল এলাকা থেকে ঘটে। এ ঘটনার ট্রাক মালিক ২৪ জুলাই শনিবার শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামের দুদু মিয়ার ছেলে আলমগীর হোসেনের মালিকাধীন আইচার ট্রাক( রেজিঃ নং চট্ট মেট্রো-ট-১১-৮৮৫১) ট্রাক চালক একই এলাকার আইয়ুব আলীর ছেলে শাহাদত হোসেন অজ্ঞাতনামা এক হেলপার নিয়ে ভাড়ার টিপ আছে মর্মে জানায়। কথামতো ট্রাক চালক ও হেলপার গত ১৯ জুলাই ট্রাকটির টিপ নিয়ে গাজিপুর চান্দুরার দিকে রওনা দেয়। পরদিন (২০ জুলাই) ট্রাকটির খোঁজ জানতে একাধিকবার মোবাইল ফোন করলেও রিসিভ হয়নি অদ্যবধি বলে অভিযোগে উল্লেখ করে । পরবর্তীতে ট্রাক উদ্ধারে ২৪ জুলাই শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি নং ৯৯৬) দায়ের করেছে ট্রাক মালিক।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, এ ঘটনার থানায় জিডি’র প্রেক্ষিতে দেশের বিভিন্ন থানায় খোঁজ খবর নেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here