আমিরুল ইসলাম,
শেরপুর প্রতিনিধি :
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনে গণহত্যার প্রতিবাদে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। এ উপলক্ষে বৈশাখী বাজার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চার আলী বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন নয়াবিল ইউপি চেয়ারম্যান,মিজানুর রহমান মিজান মাওলানা রমজান আলী, আলহাজ্ব আঃ সামাদ, হাফেজ মাওলানা হুসাইন আহমেদ. ইমাম-মুয়াজ্জিন সহ শত-শত তৌহিদি জনতা।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। এছাড়াও অবিলম্বে হামলা বন্ধ করে ফিলিস্তিনী নারী শিশুদেরকে নিরাপত্তা ও চিকিৎসা সেবা দিতে জাতিসংঘের প্রতি দাবি জানানো হয়।