ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুর কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে, মটরসাইকেল চোর গ্রুপের ৩ সদস্যকে আটক করেছে ফরিদপুর সদর থানা পুলিশ।
কোতয়ালী থানার পরিদর্শক (ওসি )মোরশেদ আলম, বাংলার রূপ নিউজ 24 কে জানান, বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরাই গ্রুপের তিন সদস্যকে আটক করি। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার চাঁন মিয়া ফকিরের ছেলে,মোঃবাদশা ফকির (৩৮) চরভদ্রাসন এলাকার নূর ইসলাম বেপারীর ছেলে,ইলিয়াস বেপারী (২৫) এবং রশিদ মোল্লার ছেলে, জহির রায়হান ( ২৫)এ সময় তাদের কাছ থেকে বাজাজ কম্পানীর তিনটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে তাদের মোটরসাইকেল চুরির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।