ফরিদপুর প্রতিনিধিঃ
পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় ফরিদপুরের মধুখালীর বিএনপির ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ আদেশ দেন।
মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সহ কেন্দ্রীয় যুবদলের সদস্য জয়দেব রায়, লিয়াকত আলী মাহাবুব তালুকদার, জি.এস শরৎ, কনক হাসান মাসুদ, এস.এম মুক্তার হোসেন, ইয়াসিন মোল্লা, বাবুল কুমার রায়, মিজানুর রহমান, ইকবাল বিশ্বাস, পিযুষ মিত্র, সয়েল আহমেদ মোঃ রেদোয়ান, মোঃকামরুল, টারজান মিয়া ও মোঃ কামাল উদ্দিন এই ষোল জন নেতাকর্মী।
আসামী পক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, এ মামলায় এজাহারভুক্ত ২৪ আসামীর মধ্যে ২১ আসামী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। অন্য দুই আসামী এ মামলায় পূর্বেই আটক আছে। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে জামিনে থাকা নেতা-কর্মীরা জামিনের আবেদন করলে অসুস্থতা ও বয়স বিবেচনায় ৫ জনকে জামিন দেন এবং ১৬ জনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ৩১ জুলাই মধুখালী থানার উপ-পরিদর্শক অজয় বালা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ৩১ জুলাই ভোরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ এনে স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদকসহ ২৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলাটি করা হয়। এ মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এ মামলায় এজাহারভুক্ত ২৪ জন গত ৮ আগস্ট হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। হাইকোর্ট ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। উচ্চ আদালতের আদেশে মেনে মঙ্গলবার বিএনপির ২১ নেতা-কর্মী ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।