নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ ৯ বছর পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর হাতে গ্রেপ্তার হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি এরশাদ মাতুব্বর।এরশাদ মাতুব্বর (৩৪) ফরিদপুরের সালথা উপজেলার গৌড়দিয়া গ্রামের নবাব মাতুব্বরের ছেলে।
রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি মঙ্গলবার দুপুরে র্যাব১০ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কে এম শাইখ আক্তার নিশ্চিত করেন।
এসময় লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান,হত্যা মামলাসহ তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এরশাদ মাতুব্বর (৩৪) কে গ্রেফতার করা হয়। দীর্ঘ ৯ বছর ধরে তিনি পলাতক ছিলেন।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর থেকে এরশাদ মাতুব্বর আত্মগোপনে চলে যায়। তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে কখনও রিকশা চালক, কখনও ভ্যান চালক,কখনো বিভিন্ন ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ করতো। সর্বশেষ তিনি হাজারীবাগ পার্ক এলাকায় ভ্রাম্যমাণ ভ্যানে করে পেয়ারা বিক্রি করে আসছিলেন।