আমিরুল ইসলাম,
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে দির্ঘ দিনেও হারানো ছেলের কোন সন্ধান না পেয়ে পাগল প্রায় বাবা-মা। তারা ছেলেকে ফিরে পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের চাঁন মিয়া তার ছেলে রুবেলকে নিয়ে গত ১৫ নভেম্বর ২২ ইং তারিখে ফরিদপুর জেলার সদরপুর থানাধীন চন্দ্র পাড়া দরবার শরিফে যায়। সেখানে ব্যাপক জনসমাগমের ভীড়ে মানসিক সমস্যা থাকায় রুবেল হারিয়ে যায়। পরে সেখানের সব স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বাড়ী ফিরার পর
রুবেলের বাবা চাঁন মিয়া ও তার পরিবার সম্ভাব্য স্থান ও আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেও কোন সন্ধান পায়নি। এঘটনায় গত ১ জুন ২৩ ইং ফরিদপুর জেলার সদরপুর থানায় জিডি করেন। জিডি নং- ২৬ । রুবেলের বাবা চাঁন মিয়া, মা সানোয়ারা বেগম ছেলেকে ফিরে পেতে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে পাগল প্রায়। তারা প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। নিখোঁজ রুবেলের মামা আমিনুল ইসলাম বলেন, ভাগিনা রুবেল একটু মানসিক ভাবে অসুস্থ ছিলো। সুস্থ থাকাকালে সে টিকটক করতো। আমরা প্রশাসনের কাছে তার দ্রুত সন্ধান চাই। সহজ-সরল প্রকৃতির
ছেলেটির গায়ের রং কালো। উচ্চতা ৫ ফুট। বয়স ২৫ বছর।
এব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বলেন, ঘটনা যেহেতু সদরপুর থানায় সেখানে যোগাযোগ করলে ভালো হবে। তবুও ছেলেটির কোন খোঁজ পেলে জানানো হবে।
এবিষয়ে ফরিদপুর জেলার সদরপুর থানায় করা জিডির তদন্ত কর্মকর্তা এসআই নাজিম উদ্দিন বলেন, আমরা ছেলেটির সন্ধান পেতে সর্বাত্বক চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে তার ছবি দিয়ে নানাভাবে প্রচার করা হয়েছে। দেশের সমগ্র থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।
কোন সহ্নদয়বান ব্যাক্তি ছেলেটির কোন সন্ধান পেলে সাংবাদিক আমিরুল ইসলাম 01913-385510, বাবা 01922-032488 ও মামা 01956-021973 নং মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।