গোবিন্দ আর্চয্য
ফরিদগঞ্জ(চাদপুর)প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এক ইউপি সদ্যস্যের ছেলের বিরুদ্ধে তার সহপাঠীকে অপহরণ করে দুই দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতার মা অভিযুক্ত মেহেদী হাসান মিরাজের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে রোববার (২৩ আগস্ট) সকালে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আব্দুর রকিব জানান, মামলা গ্রহণ করে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর দুই জনই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।দুই দিন আটক রেখে ধর্ষণের পর কৌশলে পালিয়ে এসে ওই মেয়েটি তার পরিবারকে ঘটনা জানায়। পরে শনিবার (২২ আগষ্ট ) ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
অন্যদিকে মামলা দায়েরের খবর জানতে পেরে অভিযুক্ত ধর্ষক এলাকা থেকে পালিয়েছে বলে জানা যায়।
এ ব্যপারে ভিকটিমের মা জানান, তার মেয়ে চলতি বছর এসএসসি পরীক্ষায় পাস করেছে। তার সহপাঠী ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চররাঘবরায় গ্রামের ইউপি সদস্য আমান উল্ল্যা আমানের ছোট ছেলে মেহেদী হাসান মিরাজ তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সাড়া না দেয়ায় গত (১৯ আগস্ট) বুধবার গভীর রাতে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে কৌশলে অপহরণ করে নিয়ে দুই দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে মেয়েটি কৌশলে সেখান থেকে পালিয়ে এসে তাদেরকে ঘটনা জানায়।
এমন পরিস্থিতিতে শনিবার ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি ।
পুলিশ মামলাটি গ্রহণ করে মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।