প্রানঘাতী করোনাভাইরাসের কারণে মৃত্যুপূরীতে পরিণত শীর্ষ ১০ দেশ ।।

0
13

বাংলার রুপ,নিউজ ডেস্ক।।

প্রানঘাতী করোনাভাইরাসের কারণে মৃত্যুপূরীতে পরিণত হচ্ছে অনেক দেশ। এর মধ্য ইউরোপ রয়েছে শীর্ষে। এখন করোনার থাবার মুখে বিশ্বের প্রায় ২০৯টি দেশ ।তবে ইতালি, স্পেন, ফ্রান্সকে এরই মধ্যে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস, তাণ্ডব চালাচ্ছে আমেরিকাতেও।

মরণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭ হাজার জন। মৃত্যু হয়েছে ৮৮ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, চীন, জার্মানি, যুক্তরাজ্য, ইরান, বেলজিয়াম, নেদারল্যান্ড।

শীর্ষ আক্রান্ত ১০ দেশের মৃত্যুর হার

১) যুক্তরাষ্ট্র: বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৪৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৫৭ জনের। মৃত্যুর হার ৩ দশমিক ২০ শতাংশ।২)

স্পেন: এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬৯০ জন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৫৫ জনের। মৃত্যুর হার ৯ দশমিক ৯২ শতাংশ।

৩) ইতালি: আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ জন। মৃত্যু হয়েছে ১৭ হাজার ১২৭ জনের। মৃত্যুর হার ১২ দশমিক ৬৩ শতাংশ।
৪) ফ্রান্স: আক্রান্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৬৯ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৩২৮ জনের। মৃত্যুর হার ৯ দশমিক ৪৬ শতাংশ।                                                                                                        ৫) জার্মানি: আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচ দেশের একটি হলেও মৃত্যুর হার অনেক কম। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৬৬৩ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ১৬ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৮৭ শতাংশ।
৬) চীন: করোনার আঁতুড়ঘর চীন। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৮০২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৩ জনের। মৃত্যুর হার ৪ দশমিক ০৭ শতাংশ।
৭) ইরান: আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৮৬ জন। মৃত্যু হয়েছে ৩৯৯৩ জনের। মৃত্যুর হার ৬ দশমিক ১৮ শতাংশ।
৮) যুক্তরাজ্য:  এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ২৪২ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ১৫৯ জনের। মৃত্যুর হার ১১ দশমিক ১৪ শতাংশ।
৯) বেলজিয়াম: আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২৪০ জনের। মৃত্যুর হার ৯ দশমিক ৫৭ শতাংশ।
১০) নেদারল্যান্ড: আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৪৯ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২৪৮ জনের। মৃত্যুর হার ১০ দশমিক ৯৩ শতাংশ।

সূত্র: ওয়ার্ল্ড ওমিটার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here