আব্দুস সালাম জয়, ঝিনাইদাহ, কালিগঞ্জ।
ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিষ্ঠিত বাংলাদেশের একমাত্র সমবায় ভিত্তিক হাসপাতাল প্রকৃতি মেডিকপস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য পাঠশালার কার্যক্রম শুরু হয়েছে আজ।
রোববার বিকাল ৩টায় বলিদাপাড়াস্থ হাসপাতাল প্রাঙ্গনে স্বাস্থ্য পাঠশালায় উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো-অডিনেটর সোহেল আহমেদ খান, হাসপাতালে ফিজিওথেরাপিস্ট রজনী খাতুন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সাদ্দাম হোসেন,রোকসানা খাতুন, মেহেরুন নেছা প্রমুখ।
এ সময় প্রকৃতি হাসপাতালের ফিজিওথেরাপিস্ট রজনী খাতুন বাংলার রূপ নিউজ 24 কে জানান, এখন থেকে মাসে দুই দিন স্বাস্থ্য পাঠশালায় অংশ নেওয়া স্থানীয় মেয়েদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রেসার মাপা, ইনজেকশন দেওয়া,থার্মোমিটার দেখা,নেবুলাইজার চালানোসহ ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। যাতে একজন নারী তার পরিবারের সদস্যদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করতে পারে।