নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী দুই হাত ভরে দিতে বলেছেন,যাতে কেউ কষ্ট না পায়।মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন শেষে শনিবার (২৩ সেপ্টেম্বর ) ব্যবসায়ীদের সাথে মত বিনিময় কালে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এ কথা বলেন।
মত বিনিময় কালে ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন,রবিবার (২৪ শে সেপ্টেম্বর) এর মধ্যে এক হাজার বার টিন ও এক কোটি টাকা দেয়া হবে।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন, কেউ কষ্ট পাবেন না।প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘দুই হাত ভরে দিবা, যাতে আমার জনগণ জানতে পারে ও বুঝতে পারে শেখ হাসিনার সরকার তাদের পাশে আছে।
তিনি বলেন,প্রয়োজনে ব্যবসায়ীদের আরও সহায়তা দেয়া হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চাল ও নগদ টাকাও দেয়া হবে। আগুন লাগার আগে যার যে সাইজের দোকান ছিল, তারা যেন আগের অবস্থায় ফিরে যেতে পারেন; সে ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী দোকান মালিক সমিতির নেতাদের উদ্দেশ্য বলেন,সত্যিকারের ক্ষতিগ্রস্ত মানুষ সহায়তা পেয়েছেন প্রধানমন্ত্রী যেন জানতে পারেন। তাদের হক কোনোভাবে নষ্ট করা যাবে না। দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্বাসন করার কার্যক্রমে বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল।
অনুষ্ঠানে এসময় আরও বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমান,স্থানীয় কাউন্সিলর ও ব্যবসায়ী সমিতির সভাপতি সলিমুল্লাহ সলু এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে আবুল কালাম আজাদ।
শুধু ভরেই দিবে