প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ধামরাইয়ে ১৫০ টি বাড়ি পেলো ভুমিহীন পরিবার।

0
22

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি” সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পাচ্ছে ৩২ হাজার ৯০৪ টি বাড়ির জমি দলিল সহ ঘর।

মঙ্গলবার ২৬ এপ্রিল সকালে ১১ ঘটিকার সময় ধামরাই উপজেলা অডিটোরিয়াম হল রুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ নবনির্মিত ঘর হস্তান্তর করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এদিন আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মিত ঘরের চাবি বিতরন কর্মসূচির আওতায় ধামরাই উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১৫০টি পরিবারের মাঝে ধামরাই উপজেলা নির্বাহি অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে’ প্রধান অতিথি হিসেবে ১৫০ টি বাড়ির দলিল সহ ঘর বুঝিয়ে দিলেন। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পি, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন