প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ভিন্ন ব্যাখা।

0
23

বরগুনা জেলা প্রতিনিধিঃ

গত ২১ ফেব্রুয়ারী ২০২৩ ইং যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সনে শিক্ষিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক প্রধান শিক্ষক অতঃপর এবং ১লা ফাল্গুন ১৪২৯ বুধবার যুগান্তর পত্রিকায় প্রকাশিত বামনায় সহকর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক, প্রধান শিক্ষককে ছাড়িয়ে নিলেন শিক্ষা কর্মকর্তা শীর্ষ সংবাদ দুটি আমার দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষক জাতির মেরুদন্ড এই শ্লোগানকে সামনে রেখে বামনা উপজেলার ছোট ভাই জোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজলেন্দু শীলের পথচলা। তার ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে এই কু-চক্রী মহল ষড়যন্ত্র করে শিক্ষক সুজলেন্দু শীলকে চারিত্রিক কালিমা লেপনে ঘৃণ্য নীল নকশা বাস্তবায়নের প্রয়াসে পূর্ব পরিকল্পিত ভাবে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে মিথ্যা সংবাদ প্রবাগন্ডা ছড়ানো হয়েছে, এলাকার দুই যুবক সোমবার বিকেলে মাঠে খেলা দুলা করার সময় বিদ্যালয়ের দোতলায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়, বিষয়টি শতভাগ মিথ্যা এবং নাটক কাহিনী করে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয়। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একজন আদর্শ শিক্ষক সুজলেন্দু শীলের চরিত্রকে হরণ করতে চায় কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী। প্রধান শিক্ষককের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাকে এলাকা থেকে দূরে সরাতে এই নাটকের জন্ম দিয়েছে। আমার সকল শিক্ষাগত যোগ্যতার সনদসহ নিয়ম অনুযায়ী যোগ্য মনে করেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেন। আমি নিয়োগ প্রাপ্ত হইতে অদ্যবদি কোন দিন আমার দায়িত্বে কোন প্রকার অবহেলা করি নাই। আমার চাকুরী জীবনের শুরু থেকে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন মিথ্যা কথা ছড়িয়ে একটি স্কুল বিরোধী গোষ্ঠী আমাকে হয়রানি করে আসছে। আমি এর প্রতিকার চাই এবং প্রতিবাদ জানাই।