আমিরুল ইসলাম,
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড থেকে মোরগ প্রতীকে মেম্বার পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মুনসর আলী।
তিনি নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের ধুপাকুড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
জানা যায়, তৃতীয় বারের মত মেম্বার পদে মোরগ প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত হন মুনসর আলী । সে দীর্ঘদিন যাবত জনস্বার্থে সামাজিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ।
ওই এলাকার কমল উদ্দিন বলেন,আমরা সৎ ও যোগ্য হিসেবে মুনসর আলীকে মেম্বার নির্বাচিত করেছি। তিনি জনসেবা ও এলাকার ব্যাপক উন্নয়ন করবেন বলে প্রত্যাশা করছি।
নবনির্বাচিত মেম্বার মুনসর আলী বলেন,
জনগণের ভোটে পোড়াগাঁও ইউপির ২নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হয়েছি। জন সেবায় নিজেকে নিয়োজিত রাখব। সবার সহযোগিতায় ২নং ওয়ার্ড কে একটি আলোকিত ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন,আমি ময়-মুরুব্বিদের নিয়ে সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখব, উন্নয়ন কাজ করব। বিনামুল্যে সরকারি-বেসরকারী সুবিধা প্রদান করব। আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।