বাংলার রুপ,পিরোজপুর জেলা ব্যুরো।
পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রথমবারের মতো করোনা রোগি শনাক্ত ।এই উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার আক্রান্ত হওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছে না স্থানীয় প্রশাসন।
বুধবার (২৯ এপ্রিল) সকালে বরিশাল মেডিকেল থেকে পাঠানো প্রতিবেদনে জানা যায় তার করোনা পজিটিভ।
এর আগে, গত সোমবার ওই বৃদ্ধ জ্বর- শ্বাসকষ্ট নিয়ে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। সে সময় তার শরীরের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর প্রতিবেদন আসার পর জানা যায় যে তার কোভিড-১৯ পজেটিভ।
এ ঘটনার পর ওই বৃদ্ধের বাড়িটি লকডাউন করার পাশাপাশি স্ত্রীসহ তাকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে।
স্থানীয় ইউ পি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, জ্বর এবং এ্যাজমা সমস্যা নিয়ে ওই বৃদ্ধ পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। চিকিৎসা নেয়ার পর সেখানে শরীরের নমুনা দিয়ে বাড়িতে ফিরে আসেন এবং আগের ন্যায় স্বাভাবিকভাবেই চলাফেরা করেন। তাদের আশঙ্কা ওই বৃদ্ধের মাধ্যমে ভাইরাসটি অনেক মানুষের মাঝে ছড়িয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা জানান, করোনা আক্রান্ত ওই বৃদ্ধ বাড়ি থেকে মসজিদে যাতায়াত ছাড়া অন্য কোথাও খুব একটা যেতেন না। শরীরে করোনা ভাইরাস ধরা পরার পর ওই বৃদ্ধের পুরো বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া ওই বৃদ্ধের দ্বারা অন্য কেউ সংক্রমিত হয়েছে কিনা তা পরীক্ষার জন্য তার পরিবারের অন্যান্য সদস্য এবং নিকটতম প্রতিবেশীদের শরীরের নমুনা পরীক্ষা করা হবে।
পিরোজপুরের ৭টি উপজেলা থেকে এখন পর্যন্ত ২১১ ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে এখনও অর্ধশতাধিকের প্রতিবেদন পাওয়া যায়নি।
এদিকে, এখন পর্যন্ত পিরোজপুর সদর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও কাউখালী উপজেলায় ৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এদের মধ্যে মঠবাড়িয়া উপজেলায় এক যুবক সুস্থ হয়েছেন।