মোঃসোহান আহমেদ সানাউল
নিজস্ব প্রতিনিধিঃ
আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ মার্চ ) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসির মাঠে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আশুলিয়া থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।ত্রি-বার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আব্দুস সোবহান গোলাপ এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, বেনজীর আহমেদ এমপি, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন নাহার চাঁপা, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এবি এম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, শাহাব উদ্দিন ফরাজী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ আরো অনেক নেতা কর্মীরা।
এসময় থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ফারুক হাসান তুহিন ও সাধারণ সম্পাদক হিসেবে ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করা হয়। সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। সম্মেলনের শুরুতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যান্ড পার্টির বাদ্য যন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে প্রবেশ করেন সেখানে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, পৃথিবীর কোন অপশক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না।কৃষিমন্ত্রী এসময় বলেন, বাংলাদেশের কোন ব্যক্তিকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে বিএনপি-জামায়াত মানবে না। পাকিস্তানের লোকজন দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে বিএনপি মানবে জানিয়ে তিনি আরও বলেন, দেশে দ্রব্য মূল্যের দাম বেড়েছে এটা সত্য। কিন্তু সরকার দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।তবে কিছু ভুঁইফোড় রাজনৈতিক দল দেশে হরতাল দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। কিন্তু আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।