পাংশা থানার নবাগত ওসির বীরত্বে ৬ ডাকাত গ্রেফতার।।

0
8

সৈয়দ মেহেদী হাসান

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ী পাংশা উপজেলা সরিষা ইউনিয়নের আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পাংশা থানার নবাগত সাহসী অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের একটি ডাকাত দল গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ সময় আরো উপস্থিত ছিলেন।এস আই ননী গোপাল সরকার, এস আই মোঃ আঃ কাদের

এসময় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানাধীন ৯২ নং আন্দুলিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হইতে সোমবার রাত ২টা ৫০ মিনিটের সময় সমবেত হইয়া ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে গ্রেফতার করা হয়।

আসামীরা হলেন ১ বিরাজ মন্ডল (৫২) পিতা-মৃত কাসেদ আলী মন্ডল, ২ মোঃ শাহিন শেখ (৩২) পিতা-রাজ্জাক শেখ, উভয় সাং-সরিষা, ৩ মোঃ তাসলেম মিয়া (৩৮) পিতা-আঃ রশিদ মিয়া, সাং-নাচনা মুরাদপুর ৪ মোঃ আব্দুর রব শেখ (৩২) পিতা-মোঃ ইব্রাহিম শেখ, সাং-ভট্টাচার্য্যপাড়া, ৫ মোঃ আজাদ শেখ (৩৮) পিতা মোমিন শেখ, সাং-ভেল্লাবাড়ীয়া ৬ মোঃ রবিউল প্রামনিক (৩২) পিতা-চাঁদ আলী প্রামানিক, সং-নওপাড়া,

এ সময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয় (১) একটি চায়নিজ কুড়াল (২) একটি চাপাতি (৩) একটি লোহার দা (৪) দুইটি লোহার ছোরা ধৃত আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে এবং অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন যোগদান করার পর থেকেই স্বস্তি ফিরেছে জনমনে অন্যদিকে সন্ত্রাস চাঁদাবাজ মাদক সেবনকারী মাদক ব্যবসায়ী এবং অন্যান্য দুর্নীতিবাজদের আতঙ্কের আরেক নাম পাংশা মডেল থানার ওসি মোঃ শাহাদাত হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here