রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৩,৪,৯ ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ ফিরুজা পারভীনের নেতৃত্বে মৃত খলিল মোল্লার ছেলে কাশেম মোল্লা, (৫৫) হাতেম মোল্লা, (৪৬) আমজাদ (৩৮) রাসেল (২৫) উজ্জ্বল মোল্লা (৩৫) জিয়ারুল (২১) সহ মোট ৮ জনের একটি দল প্রতিবেশী মৃত মোস্তফা ডাঃ এর পরিবারের উপর হামলা চালায় এতে করে তিন জন আহত হয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায় মহিলা মেম্বার ফিরোজা পারভিন মৃত মোঃ মোস্তফা ডাক্তারের বৈধ জমি দখল করে রেখেছেন ১০ বছর যাবত।
এসময় মৃত মোস্তফা ডাক্তারের আরো একটি জমি জোরপূর্বক ইটা বালি ফেলে দখল করার চেষ্টা কালে মৃত মোস্তফা ডাক্তারের পরিবার বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় মহিলা মেম্বারের ভাড়াটিয়া মাস্তান মজনু ও তার দলবল এসময় আহত হন মৃত মোস্তফা ডাক্তারের স্ত্রী সহ বড় ছেলে মোঃ মোরসালিন মৃধা (৩০) মেয়ে মোছাঃ শাপলা খাতুন (৩২)।
আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এসময়ে আহতের পরিবার পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাৎক্ষণিকভাবে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।