পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীর চুল কেটে নিল স্বামী।

0
8

মোঃসোহান আহমেদ সানাউল

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার সাভারে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে খোকন মোল্লার (৪৯) বিরুদ্ধে।

রোববার (০৩ এপ্রিল) দুপুরে সাভার পৌরসভার শিমুলতলা সিআরপি রোড এলাকায় এঘটনা ঘটে।এঘটনায় ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী নারী বাগেরহাট জেলার মোল্লার হাট থানার গাননি গ্রামের মেয়ে। রেডিও কলোনি এলাকায় ভাড়া থেকে আল মুসলিম পোশাক কারখানায় কাজ করতেন। বর্তমানে তিনি সিআরপি রোড এলাকায় থাকেন।

অভিযুক্ত স্বামী খোকন মোল্লা খুলনা জেলার দিখলিয়া থানা বারচাদ বামনডাগা এলাকার পাছু মোল্লার ছেলে। তাদের ৯ বছর আগে বিয়ে হয়েছে। এই দম্পতির ঘরে একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে।

ভুক্তভোগী নারী জানান, বিয়ের পর থেকে এক নারীর সাথে তার স্বামীর অবৈধ সম্পর্ক। এ বিষয় নিয়ে কথা বলতে গেলে তাকে তার স্বামী মারধর করতো। গত এক মাস যাবৎ এ বিষয়টি নিয়ে আবার ঝামেলা বাধে তাদের মধ্যে। পরে রেডিও কলোনি বাসা থেকে ভাইয়ের বাসায় চলে যায় ভুক্তভোগী। গত ১ এপ্রিল শিমুলতলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন ভুক্তভোগী ৷ সেখানে গিয়ে আজ দুপুরে তার দুই সন্তানের সামনে মারধর করে চুল কেটে দেয় স্বামী খোকন।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে এবং আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।