পদ্মায় এমভি শাহ পরাণ লঞ্চে তলায় ফাটল অল্পের জন্য বেচে গেলেন ২০০ যাত্রী।

0
8
মোঃ শুভ 
লৌহজং প্রতিনিধি:

আজ(রবিবার) সকাল ১১টার সময়ে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে লৌহজং টার্নিংয়ের সামনে ড্রেজিং এর সাথে ধাক্কায় তলা ফেটে যায় এমভি শাহ পরাণ লঞ্চের। তৎক্ষনাৎ লঞ্চটি পাশের চরে ভিড়িয়ে যাত্রীদের নামায়।পরে অন্য লঞ্চের মাধ্যমে যাত্রীদের শিমুলিয়া ঘাটে পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক জানায়,আজ (১১অক্টোবর) সকাল ১০ টার দিকে মাঝিকান্দি থেকে লঞ্চটি শিমুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়।সকাল ১১ঃ৪৫ এর দিকে পদ্মা সেতু অতিক্রম করার সময় ড্রেজার বংশীর সাথে ধাক্কায় লঞ্চটির তলা ফেটে গিয়ে পানি প্রবেশ করতে থাকে। তিনি আরও বলেন, ২ সপ্তাহ আগে ২৭ সেপ্টেম্বর একই ঘটনা ঘটে। তখন বড় দূর্ঘটনা থেকে রক্ষা পায় প্রায় ২০০ যাত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here